মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের নোয়াপাড়া রেলস্টেশনে পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফাঁড়ির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহেদ বিন কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নোয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক মো. এস.এম সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল মোস্তফা সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন-শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. খাইরুল ইসলাম তালুকদার।
এ বিষয়ে নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান এস.এম আতাউল মোস্তফা সোহেল বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেলওয়ে এলাকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এ পুলিশ ফাঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী।