স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে চান্দের গাড়ি ওভারটেক করার সময় সড়কে পড়ে এক যাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে লাখাইর উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে যাত্রীবাহি চান্দের গাড়ি রওয়ানা হয়। করাব এলাকায় গিয়ে সিএনজিকে ওভারটেক করতে গিয়ে গাড়ি থেকে পড়ে অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার পুত্র যাত্রী ধনু মিয়া (৬০) রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। রাত ১০টায় লাশ সদর হাসপাতালে ছিল। পরে সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
লাখাই থানার ওসি জাহিদ হোসেন জানান, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এসে ব্যবসথা নিবেন।