স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে পইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান (৩০) কে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সে শায়েস্তানগর বাজারে মাছ কিনতে এলে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে তাকে বৈষম্য মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বিকালে আদালতে প্রেরণ করেন। পুলিশ জানায়, অভিযান অব্যাহত থাকবে।