স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে দুইটি মোটর সাইকেল চুরি হয়েছে। কখন কার মোটর সাইকেল চুরি হয় তা বলা মুশকিল। লক তালাসহ নানা কৌশল অবলম্বন করে মোটর সাইকেল মালিকরা তাদের মোটর সাইকেল রক্ষা করতে পারছেন না। এদিকে থানায় একাধিক অভিযোগ করে কোনো প্রতিকার পাচ্ছেন না মোটর সাইকেল মালিকরা। থানার পক্ষ থেকে বারবার আশ^াস দেয়া হচ্ছে অচিরেই চোর ধরা পড়বে। কিন্তু বাস্তবে চোরও ধরা পড়ছে না কিংবা কোনো মোটর সাইকেলও উদ্ধার করা হচ্ছে না। উপরন্ত একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেই চলেছে। এতে করে পুলিশের ভূমিকা নিয়ে মোটর সাইকেল মালিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। গতকাল রবিবার দুপুরে শহরের পুরাতন হাসপাতাল সড়কের নার্সিং ইনস্টিটিউট এলাকা থেকে একটি, চিরাকান্দি এলাকা থেকে আরেকটি মোটর সাইকেল চুরি হয়। দুই মোটর সাইকেল মালিকই থানায় অভিযোগ করেন।