স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গীরঘাট রামনগর গ্রামের নিকট সরকারি পতিত জমি, নদী-হাওর থেকে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন করে আসছে একদল প্রভাবশালী। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার রাত ৮ টার দিকে ট্রাক্টরযোগে মাটি পরিবহনের ঘটনায় দুইদল লোকের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে কমপে ২০ জন আহত হয়। কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সরেজমিনে, ওই স্থানগুলোতে মাটি-বালু ড্রেজার মেশিন ও এক্সেভেটর দিয়ে অবৈধভাবে উত্তোলন করতে দেখা যায়।
টঙ্গীরঘাট গ্রামবাসী অভিযোগ করেন, অবৈধভাবে মাটি-বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রভাবশালী ব্যক্তি রামনগর গ্রামের মোহাম্মদ আলী, সবুজ আলী, আবিদ আলীসহ একদল লোক টঙ্গীরঘাট গ্রামের নিরীহ মানুষকে হুমকি ধামকি দিচ্ছে। এমনকি প্রতিবাদকারী লোকজনের বাড়িতেও হামলা চালায় কোনো কোনো সময়। তারা এই বালু-মাটি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। বালু-মাটি উত্তোলনের ফলে গ্রামের রাস্তাঘাট ভেঙে খানাখন্দে পরিনত হয়েছে। এমন কি ধুলো-বালি কারণে মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে। পরিবেশ হচ্ছে বিনষ্ট। ট্রাক্টর চলাচলের কারণে মাটির রাস্তা ভেঙে যাওয়ায় জনসাধারণের জন্য চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এছাড়া বালু উত্তোলনের পর ভারী ট্রাক্টরে করে পানি উন্নয়ন বোর্ড এর বাঁধে দিয়ে নিয়ে যাওয়া হয়। এতে বাঁধও হুমকির মুখে রয়েছে। বর্ষা মৌসুমে নদী ও বাঁধ থাকে হুমকির মুখে। এ গুলো এখনই বন্ধ করা না হলে বর্ষা মৌসুমে অনেক তিসাধন হওয়ার আশংকা রয়েছে। গ্রামবাসী এ বিষয়ে প্রয়োনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।