মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৌর ঈদগাহ মাঠে ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গতকাল সোমবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আবুল বাশার, পৌর বিএনপির সহ-সভাপতি মাধু মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি সালেক মিয়া,৩নং বিএনপির সাধারণ সম্পাদক শফিক মিয়া, বিএনপি নেতা আলী আহমদ, বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এমরান খান, সাবেক কাউন্সিলর আফজাল পাঠান, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাপ মিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহমেদ,বুল্লা ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক আনিছ মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, যুবদল নেতা আলমগীর, যুগ্ম আহ্বায়ক জসিম শিকদার, ওয়াসিম আকরাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ,পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, যুগ্ম আহ্বায়ক শেখ জাহান রনি, রিংকু দেবনাথ, উপজেলা ছাত্রদলের নেতা সেজান আহমেদ, সাব্বির আহমেদ,যুবদল নেতা রাসেল মিয়া, এমরান মিয়া সহ অসংখ্য নেতা কর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।