স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শহরের ট্রাফিক অবস্থার উন্নতি নানা পদক্ষেপ নিচ্ছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বুধবার শহরে নাম্বারবিহীন অবৈধ টমটম আটকের অভিযান করা হয়। এ ছাড়াও হবিগঞ্জ পৌরসভায় টমটম মালিক শ্রমিক ও পৌরসভার প্রতিনিধি সমন্বয়ে আলোচনা হয়। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী জানান, শহরের ট্রাফিক পরিস্থিতির উন্নয়নে পৌরসভার পক্ষ হতে ভলান্টিয়ারগন কাজ করছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ট্রাফিক পুলিশের সাথে যৌথভাবে কাজ করবে হবিগঞ্জ পৌরসভার ভলান্টিয়ারগন।