স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ওজনে কম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার বিকালে ভোক্তা অধিকারের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ এর নেতৃত্বে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের নিউ শেরাটনের মালিক হামিদুলকে ১০ হাজার টাকা ও রাবেয়া রেষ্টুরেন্টের মালিক আব্দুল জব্বারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।