রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

টাকা আত্মসাত মামলায় গ্রেফতার আসাদের ১ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফ্রান্সে পাঠানোর কথা বলে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার মোঃ আসাদুজ্জামান চৌধুরীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এস আই জয় পাল ৫ দিনের রিমান্ড আবেদন করেন। সে নবীগঞ্জ উপজেলার মাকালকান্দী বড় আলিপুর এলাকার বাসিন্দা মোশাহিদ চৌধুরীর ছেলে ও মোজাহিদ মাষ্টারের ভাতিজা। জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার মক্কা ট্রাভেলস নামের আদম ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেন মোঃ আসাদুজ্জামান চৌধুরী নামের ওই ব্যক্তি। এরপর বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার বসবাসরত মানুষদের ইউরোপে পাঠানোর কথা বলে প্রায় অর্ধশত মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। এ বিষয়ে শহরের মোহনপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুল গণির পুত্র মোহাম্মদ আব্দুল মালেকের পরিচয় হয়। এ সুবাদে গ্রেফতার আসাদুজ্জামান চৌধুরী তাকে প্রস্তাব দেয় তার পিতা মোহাম্মদ মোশাহিদ মিয়া ফ্রান্সে থাকেন। সে তার পিতার মাধ্যমে আব্দুল মালেকের ভাতিজা জাহাঙ্গীর আলম পারভেজ ও ভাগনা মোঃ মিজানুর রহমানকে সেখানে পাঠাতে পারবে। এ জন্য সে ৩৬ লক্ষ টাকা দাবি করে। শেষমেষ ২০ লক্ষ টাকায় তাদেরকে ফ্রান্সে পাঠানোর জন্য দেয়া হয়। তবে ভিসা না দিয়ে সময় ক্ষেপন করলে মালেক তার টাকা ফেরত চান। পরবর্তীতে সে টাকা নেয়ার কথা অস্বীকার করে। এ বিষয়ে আব্দুল মালেক বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় পিতা-পুত্রের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়াও আদালতে দক্ষিণ তেঘরিয়া গ্রামের মৃত মোঃ রজব আলীর পুত্র মোঃ রহমত আলী প্রকাশ নাঈম বাদী হয়ে মামলা ৮৫৭/২০২৪ (হবি) দায়ের করেন যা হবিগঞ্জ পিবিআইতে তদন্তে আছে। কয়েকটি মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com