এক্সপ্রেস ডেস্ক ॥ আগে থেকেই ভেতরে ভেতরে ক্ষোভের বাষ্প তৈরি হচ্ছিলো। বিভক্ত হয়ে পড়েন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া সমন্বয়ক-সহ-সমন্বয়করা। তাদের সঙ্গে গণ-অভ্যুত্থানের থাকা শিক্ষার্থীরাও ভাগ হয়ে গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর কমিটি ঘোষণার পর তাদের এই বিরোধ প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেয়া হচ্ছে স্ট্যাটাসও। এই অবস্থায় গতকাল বিকালে ঘোষিত সিলেট নগর কমিটি স্থগিত করা হয়েছে।
গালিব ও ফয়সল হোসেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত তালিকায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন গালিব ও সহ-সমন্বয়ক হন ফয়সল। আন্দোলনের অন্তিম সময়ে গালিবের দিকে প্রশাসনের ফোকাস থাকায় তিনি আড়ালে ছিলেন। মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন ফয়সল। শিক্ষার্থীরা জানিয়েছেন- ৫ই আগস্ট প্রেক্ষাপটের পরও সিলেটের ছাত্র সমন্বয়কদের ঐক্য মজবুত ছিল। কিন্তু কিছুদিন ধরে এই ঐক্যে ফাটল ধরেছে। এই অবস্থায় গত রোববার কেন্দ্র থেকে সিলেট নগর কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা হওয়ার পরপরই সিলেটের বৈষম্যবিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মধ্যে তোলপাড় শুরু হয়। অনেকেই এ কমিটির প্রকাশ্য বিরোধিতা করেন। এরমধ্যে একজন হচ্ছেন কেন্দ্র ঘোষিত সহ-সমন্বয়ক ফয়সল হোসেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি স্ট্যাটাস দেন। এতে তিনি উল্লেখ করেন- ‘সিলেটের আন্দোলনে জীবনবাজি রেখে ময়দানে লড়াইকারীদের বড় একটা অংশকে বাদ দিয়ে শুধুমাত্র গালিব ভাইয়ের নিজের কথামতো কাজ করবে সে যদি লীগও হয়, নন-সিলেটিও হয় তাদেরকে দিয়ে যে কমিটিতে আসার কথা, এখন দেখলাম তাই হলো। এমন একজনকে কমিটির প্রধান করে রাখা হলো যে লীগের হয়ে ক্ষমতা চর্চা করতো। যাকে আমরা কখনো জুলাই বিপ্লবে তো অংশগ্রহণ করতে দেখিনি। লীগের কিছু টোকাই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে আন্দোলনের অবস্থা জানতে চেষ্টা করতো, তেমন দু’একটা পিক হয়তো থাকতে পারে। এমনকি যে কালচার ফ্যাসিস্ট উদীচী আর ছায়ানটের সদস্য তিনি। এমনকি যেই আন্দোলনের একজন অংশীজন আমি। এমনকি সিলেট থেকে যেই দু’জন কেন্দ্রের ১৫৮ জনের মধ্যে আমিও একজন। আমার থেকে কোনো প্রকারের পরামর্শ নেয়া হয়নি। সুতরাং সত্যিকারের বিপ্লবী যাদের এই কমিটিতে নাম মাত্র রাখা হয়েছে তারাও যেন সবার আগে এই কমিটি থেকে নিজেকে সরিয়ে রাখে। আমি এই কমিটিকে প্রত্যাখ্যান করলাম।’ আরেক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন- ‘গতকাল থেকে সারাদিন গালিব ভাইকে শাবিপ্রবি, মহানগর, জেলাসহ প্রায় সব গ্রুপে ওনার কাছে উত্তর চাওয়া হলো, বলা চলে উনি উপেক্ষাই করে গেছেন। সর্বশেষ তিনি কি বিভাগীয় সমন্বয়ক (বিভাগীয় প্রতিনিধির) এক বয়ান দিলো। যেটাকে ভুজুংভাজুংও বলার ইচ্ছা হচ্ছে না। অতিরিক্ত ক্ষমতা প্রদর্শন মানুষ আসলে পছন্দ করে না। মানুষ আপনাকে নতুন ফ্যাসিস্ট বলতেছে।’
তীব্র সমালোচনার মধ্যে বিকালে ঘোষিত সিলেট মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সমন্বয়ক আসাদুল্লাহ গালিব। তিনি মানবজমিনকে জানিয়েছেন- ঘোষিত কমিটিতে নেতাদের নামের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের মিল নেই। এ ছাড়া; কাঙ্ক্ষিত অনেকেই কমিটিতে না আসায় তারা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এজন্য এ কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই করে কমিটি প্রকাশ করা হবে বলে জানান তিনি। এদিকে বিকালে কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ গালিবকে অবাঞ্ছিত করার ঘোষণা করার জন্য আজিজুল হক নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।