স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এবং সাবেক শিক্ষিকা রাবেয়া খাতুনের ছেলে এডভোকেট মো. জাকারিয়া বার এট ‘ল’ ডিগ্রী অর্জন করেছেন। সম্প্রতি তিনি ইংল্যান্ডের হল্বর্ন-এর বিপিপি ইউনিভার্সিটি ও বিএসবি-এর অধিনে ওয়েলস-এর বার পরীায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। তিনি শীঘ্রই ইংল্যান্ডে এ অবস্থিত অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে কল টু দ্যা বার (সনদ) গ্রহন করবেন। এডভোকেট মো. জাকারিয়া তার সফলতা অর্জনে সকলের নিকট দোয়া চেয়েছেন।