স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী নাতিরাবাদ মাঠে ১৮তম বছরের মতো বিজয় দিবস উপলক্ষে মোটরসাইকেল কাপ ক্রিকেট টুর্ণামেন্ট চলছে। নাতিরাবাদ বসুন্ধরা সংসদ এ টুর্ণামেন্টের আয়োজন করে। টুর্ণামেন্টে দ্বিতীয় রাউন্ডে সোমবার খেলায় অংশ নেয় নতুন সৈনিক ও দোলানগর ওরিয়রস ক্লাব। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নতুন সৈনিক। তারা ১২ ওভারে ১০ উইকেটের বিনিময়ে মোট ১৩৫ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে দোলানগর ওরিয়রস ২ উইকেট হাতে রেখেই বিজয় অর্জন করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের ওসমান খাঁজার হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দিচ্ছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাতিরাবাদ বসুন্ধরা সংসদের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, আয়ারল্যান্ড প্রবাসী শফিউল আলম রুবেল ও হাসান আল মামুন প্রমূখ।