প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্ধিত ভ্যাট প্রত্যাহার কর, নিত্যপণ্যের দাম কমাও, রেশন ব্যবস্থা চালু কর। জুলাই-আগষ্ট হত্যাকান্ডের বিচার ও পূর্নবার্সন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে মানুষের ভোটাধিকারের পরিবেশ সৃষ্টি করতে হবে। কেন্দ্র ঘোষিত সপ্তাহ ব্যাপী গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচী উপলক্ষ্যে গতকাল ২২ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি হবিগঞ্জ স্থানীয় আরডি হল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সম্পাদক কমরেড ডাঃ সাজিদুল হক রুবেল। তিনি বলেন- মুক্তিযুদ্ধ এবং ৭২ এর সংবিধানের আলোকে যৌক্তিক সংস্কার করতে হবে। ২৪ জুলাই আগষ্ট এবং ৭১ এর গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। দেশের মানুষের আশা আঙ্কা বাস্তবায়িত হচ্ছে না। দ্রব্যমূল্য বেড়েই চলেছে। নতুন ভ্যাট বসিয়ে সরকারী চাকরিজীবীদের মহার্ঘ্য ভাতা বাড়িয়ে পুরানো কায়দায় আমলাদের সন্তষ্টি করা হচ্ছে। এজন্য ছাত্র-জনতা জীবন দিয়ে গণ অভূত্থান করেনি। অনতিবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের নির্বাচিত প্রতিনিধি গণমানুষের দায়িত্ব নিবে। একটি শক্তিশালী কমিউনিস্ট বাম বিকল্প ছাড়া শ্রমজীবী মানুষের মুক্তি আসবে না। কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও কমরেড পীযূষ চক্রবর্তীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন- কমরেড আব্দুর রশিদ, আজমান আহমেদ, এডঃ মুখলিছুর রহমান, এডঃ মুরলী ধর দাশ, রনজন কুমার রায়, আতাউর রহমান, মোঃ ধনু মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন- এডভোকেট পিনাক দেবনাথ, ছাত্র ইউনিয়ন নেতা ইমদাদ মোহাম্মদ, উদীচী নেতা বন্ধুমঙ্গল রায়, অটোরিক্সা শ্রমিক নেতৃবৃন্দ যথাক্রমে- আবুল হাসেম, রাহিমুল চৌধুরী, আঃ ছাত্তার, মারফত আলী, পলাশ চৌধুরী, দিলু মিয়া, আছকির মিয়া, আলিম উদ্দিন, আনোয়ার হোসেন, আবুবকর, নির্মল দেব, সিপিবি নেতা আহাদ আলী, কাজল চক্রবর্তী, জন্টু সরকার, রনজিত সরকার, আরিফুল হক জিতু।