স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের উদ্দোগে ঈদ পূুণমিলনি অনুষ্টান সম্পন্ন হয়। অনুষ্টান শেষে গতকাল সোমবার বিকালে মহা সড়কের শহীদ কিবরিয়া চত্ত্বর সহ বাজারের গুরুত্বপূর্ন স্থানে বিশাল আনন্দ মিছিল করে ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন। আউশকান্দি ইউ/পি ছাত্রলীগের আহবায়ক আমিনুর রহমান নোমানের সভাপতিত্বে ও আলাউর রহমান আল আমিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ইউ/পি যুবলীগ নেতা খালেদ আহমদ জজ, আব্দুর নুর, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা এম মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা মুক্তার হোসেন, ইউ/পি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম এ ছবুর, আব্দুস ছবুর, ফখরুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ, মোনায়েম কবির, শাহ আশরাফ আলী, ময়নুল ইসলাম রুবেল, মিজানুর রহমান সোহেল, খালিছ আহমদ সাগর, আব্দুল আমিন কামাল, অপু আহমদ, সোয়েব আহমদ, সাহেদ আহমদ, মাহেদ আহমদ, ফরহাদ, নাইম, মিঠু, আজিজ, হাসান, দিপু, মুন্না, সাইরুর, লিকছন, লিটন, মামুন, সৈয়দ কল্লোল, সোহাগ, রাজিব, আকবর, আলী হোসেন, সবুজ, রাসেল, জাবেদ, মুরাদ, সৈয়দ মোহন, তোয়েল, জাকির, মিছবাহ, মিঠুন প্রমুখ। ঈদ পূুণমিলনি অনুষ্টানে নেতৃবৃন্দ বলেন, বিরোধীদলের হুমকি ধামকিতে ছাত্রলীগ কখনো পিছপা হটবে না। বিরোধীদলের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে ছাত্রলীগ প্রস্তুত।