স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আমিন চাঁন কমপ্লেক্স এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহনকারী দুই ছাত্রের উপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহত ছাত্র শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা মীর জিয়াউল জিয়ার ছেলে মীর সান (১৮) জানান, রাত ১০ টার দিকে ছাত্রদের একটি মিটিং শেষে তিনি ও তার সহপাঠী সাজিম (২২) আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে এসে একদল দুর্বৃত্তরা তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তিনি ও তার সহপাঠী সাজিম আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তাদের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে সাধারণ ছাত্ররা তাদের দেখার জন্য হাসপাতালে ছুটে যান।