শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফিসারী দখলের অভিযোগ ॥ প্রশাসনের অবহেলার কারণ জানতে চেয়েছেন আদালত টাউন মডেল পুকুর খনন ও পরিচ্ছন্নকরণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নবীগঞ্জে শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল যুবদল নেতা রায়েছ চৌধুরীর উদ্যোগে নবীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল পথচারীদের মাঝে ইফতার বিতরণ নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজমিরীগঞ্জে শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় গভীররাতে দুর্বৃত্তদের হানা মাধবপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন গ্রেপ্তার হবিগঞ্জ সমিতি সিলেটে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে রেলের জায়গা দখলের মহোৎসব ॥ সংঘর্ষের আশংকা মাধবপুরে বুল্লা ও বাঘাসুরায় সায়হাম গ্রুপের ইফতার

আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার-এমপি রুয়েল

  • আপডেট টাইম বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৭৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকারের আমলে কৃষি খাতে যে ব্যাপক উন্নয়ন ঘটেছে অন্য কোনো সরকারের আমলে তা ঘটেনি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হচ্ছে। এর সুফল পাচ্ছেন প্রান্তিক পর্য্যায়ের কৃষকগণ।
গতকাল (৯ জুলাই) মঙ্গলবার দুপুরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল একথাগুলো বলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বানিয়াচং এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অলক কুমার চন্দ’র যৌথ সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি হিফজুর রহমান চৌধুরী জয়।
অনুষ্টানের শেষাংশে প্রধান অতিথি এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ১ হাজার ২শ কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে কৃষকদের হাতে তুলে দেন। আলোচনার সভার পূর্বে প্রধান অতিথি ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন এবং কৃষি প্রযুক্তি কর্নার এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ১২টি স্টল অংশ নেয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com