সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরের পরিবেশ দূষণ নিরসনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন এমপি

  • আপডেট টাইম রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন শপথ গ্রহণ করেই তার নির্বাচনী এলাকা মাধবপুর উপজেলায় প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের মিলনায়তনে মতবিনিময় সভা করেন। ওই সভায় ব্যারিস্টার সুমন এলাকার মাদক, দুর্নীতি, উন্নয়ন, পরিবেশ ইত্যাদি বিষয়ে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন। ইউএনও, ওসি, উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকদের নিয়ে যৌথভাবে অ্যাকশন টিমের মাধ্যমে ওই এলাকার প্রত্যেকটি সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। মাধবপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ অলিদ মিয়া মাধবপুরের বিদ্যামান অর্ধশতাধিক শিল্প-কারখানার অনিয়ন্ত্রিত বজ্র ব্যবস্থাপনায় কৃষিজমির ক্ষতি, নদী ও পরিবেশের ধ্বংস প্রতিরোধে কি ব্যবস্থা গ্রহণ করবেন জানতে চান। প্রতিত্তোরে সুমন বলেন, আমি সকল সহযোগিতা চাই বিশেষ করে সাংবাদিকদের। কোম্পানির মালিকরা যাতে কাউকে ম্যানেজ করতে না পারে সেজন্য ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওসহ প্রত্যেকটি সেক্টরে প্রতিরক্ষা বলয় তৈরির আহ্বান জানান। একজন ম্যানেজ এ যাতে অন্যজন প্রতিবাদ করেন। তিনি বলেন, কোম্পানির মালিকদের ভিত্তি অনেক শক্ত। দু’একজন এমপি মন্ত্রী মিনিস্টার তাদের কাছে কোন বিষয়ই না। অতিসত্বর কোম্পানির মালিকদের সাথেও বসবেন। এসব সার্বিক ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা চান সে সময়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com