শুক্রবার, ১০ মে ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

রিচিতে সম্মেলনে এমপি আবু জাহির ॥ হবিগঞ্জকে আমরা আওয়ামীলীগের দুর্গ হিসেবে গড়ে তুলেছি

  • আপডেট টাইম শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের রাজনীতি জনগণের কল্যাণ বয়ে আনে এবং এ দলটি মানুষকে শিক্ষার বার্তা দেয় বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল সদর উপজেলার রিচি ইউনিয়নে এক, দুই ও তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগ সরকার বিনামূল্যে দেশের মানুষের শিক্ষা নিশ্চিত করেছে; এখন আপনাদের কাজ হচ্ছে প্রতিটি পরিবারের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার সেই সুযোগ আমরা আপনাদের হাতের নাগালে এনে দিয়েছি। আর এজন্যই মানুষ আওয়ামী লীগকে এতটা ভালবাসে। তিনি বলেন, হবিগঞ্জকে আমরা আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে তুলেছি। আওয়ামী লীগের মাধ্যমে এই জেলা আলোকিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সকল ক্ষেত্রে হবিগঞ্জ জেলায় ঘটে যাওয়া উন্নয়ন যজ্ঞ অন্যান্য জেলার মানুষের নিকট ইর্ষণীয়। এমপি আবু জাহির আরও বলেন, শুধু বৈপ্লবিক উন্নয়নই নয়; অসম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত করে আওয়ামী লীগ দেশে অন্যন্য নজির স্থাপন করেছে। বিএনপির আমলে সারের জন্য আন্দোলনে নামা কৃষকদের গুলি করে মারা হয়েছিল; আর আওয়ামী লীগ মানুষের ঘরে ঘরে বিনামূল্যে সার পৌঁছে দিচ্ছে। এসব উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের বিজয় সুনিশ্চিত করতে হবে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নূর মিয়ার পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আরব আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, ২নং রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তেঘরিয়া ইউপি চেয়ারম্যান এমএ মোতালিব এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহির মিয়া। আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রিচি ইষানকোনা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আব্দুল মোতাকাব্বির রাজ্জাক, ইষানকোনা পঞ্চায়েত কমিটির মুরুব্বী ও আওয়ামী লীগ নেতা আকবর আলী, আগুন কোনা পঞ্চায়েত কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগ নেতা আরব আলী বি.কম, আগুনকোনা পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মোঃ তাহির মিয়া, সাগরকোনা পঞ্চায়েত কমিটির অন্যতম মরুব্বী আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম, সাগরকোনা পঞ্চায়েত কমিটির মুরুব্বী ও আওয়ামী লীগ নেতা মোঃ দিদার আলী, সাবেক বিজিবি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, হাড়িয়াকোনা পঞ্চায়েতের মুরুব্বী ও আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান মুকুল, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ মাসুক, রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি, এনএসআইয়ের সাবেক উপ-পরিচালক আব্দুল মোছাব্বির, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজসহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
এর আগে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চতুল জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com