শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

জেলা প্রশাসক ও পৌর মেয়রের নতুন ডাম্পিং স্টেশন পরিদর্শন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিনের আবর্জনা অপসারণ করে অনেক প্রচেষ্টার পর হবিগঞ্জ পৌরসভার নতুন ডাম্পিং স্টেশন বাস্তবায়ন করা হয়েছে। পরিবেশ সম্মত ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাতে নতুন ডাম্পিং স্টেশনে বর্জ্য অপসারণ করা হয় সেদিকে পৌরসভাকে সতর্ক থাকতে হবে। হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের উত্তরকুল মৌজায় অবস্থিত হবিগঞ্জ পৌরসভার নতুন ডাম্পিং স্টেশন পরিদর্শন করতে গিয়ে হবিগঞ্জের ইশরাত জাহান এসব কথা বলেন।
গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম পৌরসভার নতুন ডাম্পিং স্টেশন পরিদর্শন করেন। জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘পৌরসভার নতুন ডাম্পিং স্পটের জমি নির্ধারন ও বাস্তবায়ন করতে অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে। অবশেষে নতুন ডাম্পিং স্টেশন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে এলাকাবাসী যথেষ্ট সহযোগিতা করেছন।’ তিনি বলেন,‘যথাযথ প্রক্রিয়া এবং পরিবেশ সম্মত অবস্থা বজায় রেখে বর্জ্য অপসারণ অব্যাহত রাখলে বর্জ্য ব্যব¯’াপনার জন্য আধুনিক প্রকল্প গ্রহন করা সম্ভব হবে।’ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন,‘ শহরের বাইপাশ সংলগ্ন স্থান হতে আবর্জনার স্তুপ অপসারণ করার পর থেকে প্রায় পাঁচ মাস ধরে নতুন ডাম্পিং স্টেশনে পৌরসভার আবর্জনা অপসারণ করা হচ্ছে। নতুন অবস্থায় অনেক প্রতিকুলতা মোকাবেলা করে ঝুকিপূর্ন রাস্তা দিয়ে প্রতিদিন শহরের বর্জ্য নিয়ে আসা হচ্ছে। এতে করে পৌরসভার পক্ষ হতে নানামুখী উদ্যোগ গ্রহন করতে হচ্ছে।’ তিনি বলেন,‘সকলের সহযোগিতায় ভবিষ্যতে হবিগঞ্জ পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে।’ নতুন ডাম্পিং স্টেশন পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার, রিচি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, নেজারত ডেপুটি কলেক্টর নাভিদ সারওয়ার, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিস্কাশন) আব্দুল কুদ্দুছ শামীমসহ অন্যান্যরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com