সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে বিএনপি পুলিশ সংঘর্ষে সাংবাদিকসহ আহত অর্ধশত \ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ মাধবপুরে ১৪শ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আকবর গ্রেপ্তার শহরে দুই সাংবাদিক গুলিবিদ্ধ হওয়ায় হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্বেগ হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলি প্রত্যাহার বিএনপির নেতাকর্মীর মুক্তির দাবীতে হবিগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন সফল জননী নারী ক্যাটাগরিতে নবীগঞ্জ উপজেলায় শ্রেষ্ট জয়িতা আকুল বেগম বৃন্দাবন কলেজের ইংলিশ ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জেলা বিএনপির নিন্দা হবিগঞ্জে প্রতি কেজি পিঁয়াজের মূল্য ১২৫ টাকা নির্ধারণ রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ন অবদান রাখায় হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সম্মাননা স্মারক গ্রহন

মাধবপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মাধবপুরে এক বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াসিম তালুকদার, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাংবাদিক মিজানুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন, মাহবুব রহমান সোহাগ, পারুল আহমেদ, মীর খোরশেদ, মাসুদ খান, সৈয়দ সোহেল, পারভেজ চৌধুরী, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সহকারী জেনারেল ম্যানেজার সৈয়দ আজহারুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক লিটন রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ মালাকার, সাধারণ সম্পাদক দুলাল মোদক ছাড়াও ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের পূজা মন্ডপের পক্ষে প্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, মাধবপুর উপজেলা মোট ১২২ টি পুজামন্ডবে পুজা অনুষ্ঠিত হবে এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীসহ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে যাতে পূজা উদ্যাপন হয় এ জন্য যার যার অবস্থান থেকে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও পূজা মন্ডপের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com