স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ী কারাগারে।
গত ১৭ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ আসার পথে ২নং পুল এলাকায় পৌঁছলে রাত ৮টায় ডিবি তাদের আটক করে ১২ বোতল হুইস্কিসহ গত রবিবার কোর্টে প্রেরণ করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
আটকরা হল, বানিয়াচং উপজেলার সাগর দিঘির দক্ষিণ পাড়ের মৃত নছির উল্ল্যার ছেলে জমির (৩৫) ও লাখাই উপজেলার রাঢ়িশাইল গ্রামের অমিয় ভট্টাচার্য্য ছেলে নিউটন ভট্টাচার্য্য (৩২)।