স্টাফ রিপোটার্র ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস গতকাল শেখ হাসিনা মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। তার মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অত মেডিকেল কলেজের ১ম বর্ষের ছাত্র জনাব সজীব পাল বিকি ও জনাব খন্দকার ইফরাদ বিনতে আমান এর সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়। অতঃপর কবিতা আবৃত্তি, “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” বিষয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরনের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মেডিকেল কলেজের সম্মানীত অধ্যক্ষ অধ্যাপক ডা: সুনির্মল রায় মহোদয়। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ শাহজালাল (র:) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের সম্মানীত চেয়ারম্যান জনাব মো: আব্দুল মুহিত, অত্র মেডিকেল কলেজের অধ্যাপক (রেডিওলজি এন্ড ইমেজিং) ডা: মোস্তাক আহমেদ, অধ্যাপক (পেডিয়াট্রিক্স) ডা: মুজিবুল হক, সহযোগী অধ্যাপক (পেডিয়াট্রিক্স) ডা: একেএম হারুনুর রশীদ, সহযোগী অধ্যাপক (প্যাথলজি) ডা: অজয় রায় চৌধুরী, সহযোগী অধ্যাপক (প্যাথলজি) ডা: জেইন ফাতেমা, সহকারী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারী) ডা: মো: মসিউর রহমান মল্লিক, সহকারী অধ্যাপক (গাইনী এন্ড অবস.) ডা: তৌফিকা আহমেদ, সহকারী অধ্যাপক (এনাটমী) ডা: সুপার্থ ভট্টাচার্য্য, সহকারী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডা: মো: তাজুল ইসলাম, প্রভাষক (এনাটমী) ডা: মোহাম্মদ মুখলেছুর রহমান, জনাব মোঃ আব্দুল মন্নান, স্টেনোগ্রাফার ও ৪র্থ বর্ষের ছাত্র জনাব হাসান আফ্রিদি, ২য় বর্ষে ছাত্রী জনাব তানজিলা নার্গিস সুইটি, ১ম বর্ষের ছাত্র জনাব ইমতিয়াজ আহমেদ। সভায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনী সম্পর্কে বিষয় ভিত্তিক আলোচনা, তাঁহার এবং তাঁহার পরিবারে শহীদ সদস্যবর্গের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করা হয়।
অতঃপর মিলাদ ও দোয়া শেষে সহযোগী অধ্যাপক (মাইক্রোবায়োলজি) ডা: কান্তি প্রিয় দাশ এর পরিচালনায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর সভাপতি মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা হয়।
উল্লেখ্য যে, অত্র মেডিকেল কলেজের চিকিৎসক মন্ডলী দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ও ৫ম ব্যাচের শিক্ষার্থীগণ সহযোগীতা করেন এবং মেডিসিন ক্লাব, শেখ হাসিনা মেডিকেল কলেজ ইউনিট, হবিগঞ্জ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করেন।