স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেছেন, এই সরকারের অধীনে গণঅধিকার পরিষদ কোন নির্বাচনে অংশ নেবে না। গণঅধিকার পরিষদ জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। যে কারণে দ্রুত সময়ের ভেতরে দেশের মানুষ আমাদের দলটির ওপর আস্থা রাখছে। গঠনের মাত্র নয়মাসের মধ্যে ৩২ জেলা কমিটি গঠন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি আমাদের অঙ্গ সংগঠনগুলোও গঠন করা হয়েছে।
গতকাল বুধবার (৩ আগস্ট) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় আশরাফুল বারী নোমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনের শর্তসমূহ ইতিমধ্যে আমরা তা পূরণ করেছি। আশা করছি খুব দ্রুত নির্বাচন কমিশন আমাদের তালিকাভুক্ত করবে।
ওই সভায় জেলা কমিটির সদস্য সচিব আবুল হোসেন জীবন একটি লিখিত বক্তব্য প্রদান করেছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আজ দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা, আইনগত অধিকার চরম অনিশ্চয়তার মধ্যে পতিত হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে। স্বাধীনতার ৫০ বছরেও আইনের শাসন, সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনার কোন ভিত্তি আজও গড়ে তোলা সম্ভব হয়নি। দেশবাসী বিভিন্ন সরকার দেখেছেন। কেউই জনগণের স্বার্থ, অধিকার নিয়ে ভাবে নাই। জনগণের নামে সকলেই নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত থেকেছে। কেউ বিদেশে টাকা পাচার করেছেন, বিদেশে বাড়ি-গাড়ি করেছেন। নামে-বেনামে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। অনেক পূর্বেই গণতন্ত্রের কবর রচনা হয়েছে। আমরা এ থেকে পরিত্রাণ চাই। বাংলাদেশ গণঅধিকার পরিষদ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার কথা বলে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, গণঅধিকার পরিষদ আপামর জনতার অধিকারের ব্রত নিয়ে পথ চলবে। অগণতান্ত্রিক প্রক্রিয়া, বৈষম্য, শাসন ও বিচারিক অব্যবস্থাপনার বিরুদ্ধে গণতন্ত্র, ন্যায়বিচার, জাতীয় স্বার্থ রক্ষায় ২১ দফার ভিত্তিতে গণঅধিকার পরিষদ আত্মপ্রকাশ করে। এই নীতি বাস্তবায়ন করার জন্য ড. রেজা কিবরিয়া ও ডাকসু’র সাবেক ভিপি নূরুল হক নুরের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকব ততদিন দেশ ও জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব।
উক্ত মতবিনিময় সভায় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ জেলা শাখার যুগ্ম আহবায়ক কমাণ্ডার এম এ খালেক, সিরাজুল ইসলাম, আব্দুল আলী, নবীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রজব আলী, সদস্য সচিব নুরুল আমীন পাঠান, হবিগঞ্জ সদর উপজেলা শাখার সদস্য সচিব জাকারিয়া, আবরার হোসেন জুয়েল, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার আহবায়ক রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, রাশেদা খানম চম্পা, তামান্না ওলি, জুনায়েদ আহমেদ প্রমুখ।