শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নবীগঞ্জে স্বাক্ষী গ্রহণ না করেই আদালতে প্রতিবেদন ॥ পুুনঃ তদন্তের আদেশ আদালতের

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মামলার মানিত সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ না করেই আদালতে মনগড়া প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে। ফলে বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি পিবিআইকে তদন্তের আদেশ প্রদান করেছেন। মামলার বিবরনে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের লহরজপুরে সুদের টাকা পরিশোধ করার পরও এক নিরীহ পরিবারের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট এবং মহিলাকে মারধর করে নগদ প্রায় সাড়ে ৩লাখ টাকা লুটে নিয়ে যাওয়ার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ওই মহিলার স্বামী লহরজপুর গ্রামের মোঃ ফজল মিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একই গ্রামের মৃত রঙ্গিলা মিয়ার পুত্র এলাই মিয়া (৫০), মৃত শুরকুম উল্লাহর পুত্র জমির আলী (৪০), তার ভাই কিম্মত আলী (৫০), তাইদ উল্লা (৬০) সহ ১১ জনকে অভিযুক্ত করেন। মামলায় ৮ জন প্রত্যক্ষদর্শী স্বাক্ষির নাম উল্লেখ করা হয়।
মামলাটি তদন্তের দায়িত্ব পান নবীগঞ্জ থানার এসআই আব্দুল কাইয়ুম। বাদীর দাবী, তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাইয়ূম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে দেখা যায় মামলা মানিত ৮জন স্বাক্ষীর কোন স্বাক্ষ্য গ্রহণ করেই রহস্যজনকভাবে সম্পূর্ণ মনগড়া প্রতিবেদন দিয়েছেন এসআই আব্দুল কাইয়ূম। বাদির মানিত ৮নং স্বাক্ষি শের আলীর পুত্র রুবেল মিয়া একটি এসিড মামলার পরোয়ানাভুক্ত আসামি। বর্তমানে সে প্রবাসে রয়েছে। কিন্তু তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রাবাসী রুবেলের স্বাক্ষ্যও তদন্ত কর্মকর্তা গ্রহণ করেছেন। এতেই বুঝা যায় তদন্ত কর্মকর্তা আসামীর সাথে যোগসাজসে মনগড়াভাবে প্রতিবেদনটি দাখিল করেছেন।
ওই প্রতিবেদনটিকে মিথ্যা ও মনগড়া উল্লেখ করে বাদী আদালতে পুনঃতদন্তের আবেদন জানান। বিজ্ঞ আদালত বাদী ফজল মিয়ার নারাজি গ্রহণ করে মামলাটি পুনতদন্তের জন্য পিবিআই এর নিকট প্রেরণ করেন। মামলাটি এখন তদন্তাধীন আছে।
মামলার বাদী ফজল মিয়া জানান, এ অবস্থায় তিনি ন্যায় বিচার পাওয়া নিয়ে শংকিত। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com