বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে আইডিয়ার মাছ চাষ প্রশিক্ষণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪
  • ৪১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরন এর অর্থায়নে এবং আইডিয়া কর্তৃক পরিচালিত ”কমিউনিটি ড্রিভেন গ্রীন ইনিশিয়েটিভস (সিডিজিআই)” প্রজেক্ট কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জন্য দিনব্যাপি পুকুরে মাছ চাষ বিয়ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি আইডিয়ার প্রশিক্ষণ কক্ষে গত মঙ্গলবার প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে মোট ১০জন মাছ চাষী অংশগ্রহন করেন। প্রশিক্ষণ উদ্বোধন করেন সিনিয়র কো-অর্ডিনেটর কমিউনিটি এনগেজমেন্ট শেভরন বাংলাদেশ এর মোঃ কামরুজ্জ্বামান রিপন। প্রশিক্ষণ বিষয়গুলো হাতে কলমে দেখানোর জন্য একই উপজেলার আউশকান্দি ইউনিয়নের জহুর উদ্দিনের পুকুরে নিয়ে মাছ চাষের প্রয়োজনীয়তা আলোচনা করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার কমিউনিটি এনগেজমেন্ট শেভরন বাংলাদেশ এর মলয় কুমার সরকার কর্পোরেট উপদেষ্টা, কমিউনিটি এনগেজমেন্ট শেভরন বাংলাদেশ এর মিঃ রেবেকা, সিনিয়র কো-অর্ডিনেটর কমিউনিটি এনগেজমেন্ট শেভরন এর মোঃ লতিফ। প্রকল্প ব্যবস্থাপক, সিডিজিআই আইডিয়ার উজ্জ্বল দেব এর সঞ্চালনায় প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা হ্যাচারী কর্মকর্তা মোহাম্ম্দ আলম, এসএমএস আইডিয়া নাইমুদ্দিন জাবেদ, এসএমএস আইডিয়া শ্রীকান্ত বৈদ্য, মহসিন মিয়া প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা দেশের মৎস্য চাষ তথা দারিদ্রতা বিমোচন, বেকারত্বে¡র হার কমানোর বিষয় সম্পর্কে আলোচনা করেন এবং পরিবেশ বৈচিত্রতা ঠিক রেখে আধুনিক চাষাবাদ পদ্ধতির উপর গুরুত্বারোপ করেন। বক্তাগন শেভরন এবং আইডিয়া এর এই প্রকার উদ্যোগকে সাধুবাদ জানান এবং অংশগ্রহনকারীদেরকে মনযোগ সহকারে প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহনের মাধ্যমে প্রশিক্ষণলব্ধ শিক্ষণ বাস্তবে সফলতার জন্য অনুরোধ করেন। প্রকল্পটি বিগত মার্চ ২০১৩ হতে আউশকান্দি, ইনাতগঞ্জ এবং দিঘলবাক ইউনিয়নের মোট বাইশটি গ্রামের দুইশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক নিয়ে জৈবিক উপায়ে মাঠফসল ও সব্জি চাষাবাদ, কাঠ ও ফল জাতীয় বৃক্ষ রোপন এবং পুকুরে মাছ চাষ বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com