রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ॥ ৫ দালাল আটক হবিগঞ্জ চেম্বারের বার্ষিক সাধারণ সভায় দ্রুত নির্বাচনের দাবি দেশের মা-মাটি-মানুষের সাথে বিএনপির বন্ধন-সৈয়দ ফয়সল জেলা বিএনপির মতবিনিময় সভা জি কে গউছ ॥ এমন কিছু করা যাবে না যাতে জনগণের সাথে দুরত্ব তৈরী হয় নবীগঞ্জে মাওলানা মনোহর আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের অভিষেক, ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক অনুদান প্রদান ব্যারিস্টার জাকারিয়া রকি-কে এলাকাবাসীর সংবর্ধনা প্রদান হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জের ২ যুবক নিহত

  • আপডেট টাইম সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ঈদের ছুটিতে বাড়ী ফেরা হলো না নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের দরবেশ পুর গ্রামের মোঃ কনা মিয়ার পুত্র ১ সন্তানের জনক তারেক মিয়া (২৫) ও একই গ্রামের মৃত ইয়াকুব মিয়ার পুত্র ১ সন্তানের জনক বেলাল আহমেদ (২৮) এর। গত ৩১ মে শনিবার রাত সাড়ে ৮টায় কুমিল্লা-চাঁদপুর সড়কের বরুড়া উপজেলার বাঁশপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তারা মারা যান। নিহত বেলাল ও তারেক তারা দু’জনেই কুমিল্লায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন বলে তাদের পারিবারিক সুত্রে জানা গেছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঈদের ছুটিতে অন্যান্য শ্রমিক সহ ১০ জন শ্রমিক তারা মাল বোঝাই একটি পিকআপে বাসটার্মিনাল আসার সময় পথিমধ্যে তাদের বহনকৃত একটি পিক-আপকে অজ্ঞাত নামা একটি দ্রুত গতির পরিবহন বিপরীত দিক থেকে এসে ধাক্কা দিলে পিক-আপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দু’জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬/৭ জন শ্রমিক। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে নিহতদের পরিচয় সনাক্ত করে তাদের গ্রামের বাড়ী নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশ পুরে তাদের আত্মীয় স্বজনদের খবর দিলে সেখান থেকে গতকাল ১ জুন রবিবার রাত ৮টায় উভয়ের লাশ বাড়ীতে নিয়ে আসা হয়। এ সময় নিহতদের পরিবার ও আত্মীয় স্বজনদের কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠে। এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে রাত ৯টায় নিহতদের দাফন সম্পন্ন হয়। জানাযায় সহস্রাধিক লোকজন অংশ গ্রহণ করেন। নিহত শ্রমিক তারেকের একটি ২ বছর বয়সী কন্যা সন্তান ও বেলালের আটারো মাসের কন্যা সন্তান রয়েছে।
পুলিশ জানায়, নির্মাণ শ্রমিকদের বহন করা একটি পিকআপ কুমিল্লার দিকে আসছিল। পিকআপে অন্যান্য মালামালও ছিল। পিকআপটি বরুড়া উপজেলার বাঁশপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে শ্রমিকরা ছিটকে পড়ে। এর মধ্যে দু’জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে আরো ৩ জন মারা যান। বাকী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুমিল্লার পুলিশ সুপার খায়রুল আলম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। পরে চিকিৎসারত অবস্থায় আরও ৩ জন মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com