স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী গ্রামের আনিস চৌধুরীর জেলা শ্রমিকদলের এক অনুষ্ঠানে উপস্থিত হওয়া নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিকদলের এই অনুষ্ঠানে আনিস চৌধুরীর উপস্থিতিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আনিস চৌধুরী একজন চিহ্নিত আওয়ামী লীগ কর্মী। তিনি অতীতে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন এবং আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ হিসেবে নানা সুযোগ-সুবিধাও ভোগ করেছেন। এমনকি তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী হামলার অভিযোগে আদালতে মামলাও রয়েছে। এর আগে একটি স্থানীয় পত্রিকায় “আজমিরীগঞ্জে আ.লীগের কর্মী আনিস চৌধুরীকে নিয়ে বিএনপিতে অসন্তোষ” শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়েছিল। সেই খবরের রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি জেলা শ্রমিকদলের অনুষ্ঠানে তার উপস্থিতি বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। এনিয়ে নেতাকর্মীরা বলেন- আনিস চৌধুরী বিগত সরকারের সময় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা রেখে বিভিন্ন সুবিধা নিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আপন লোক হিসেবে এলাকায় দাপট দেখিয়েছেন।
নেতাকর্মীরা জানান- এই লোক গত দুই জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাঠে কাজ করেছে। আজ তিনি বিএনপির আশেপাশে ঘোরাঘুরি করছেন, কিছু নেতাও তাকে আশ্রয় দিচ্ছেন-এটা দলীয় আদর্শের পরিপন্থী। আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছও ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক খান বলেন-আনিস চৌধুরী কোনো দিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। আমরা দেখেছি গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের সাথে নির্বাচনী কাজে সক্রিয় ভাবে কাজ করেছিলেন। তিনি আরও বলেন আওয়ামী লীগের সময় জেল কেটেছি, বাসায় শান্তিমতে ঘুমাতেও পারছিলাম না। এখন শুধু আনিস চৌধুরী না যেকেউ যদি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিত চায় তাহলে আমরা প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রতন আহমেদ বলেন- আনিস চৌধুরী বিগত সরকারের আমলে সে আওয়ামী লীগের সাথে থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করেছে। তখনকার সময়ে যেসব নির্বাচন হয়েছে সবগুলোতেই আওয়ামী লীগের পক্ষেই কাজ করছে। তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যদি কোনো লোক ১০ মিনিটও আওয়ামী লীগ করে থাকলে তাকে কোনো অবস্থায় বিএনপিতে ডুকারনোর কোনো সুযোগ নেই। তার পরও যদি কেউ আনিস চৌধুরীকে বিএনপির যেকোনো সংগঠনে যোগদানের চেষ্টা করে তাহলে সে বিএনপির সাথে বেইমানি করা হবে। আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন বাবুল বলেন- আমরা গত সতের বছর অনেক নির্যাতন সয়েছি। কিন্তু সতের বছরেও আনিস চৌধুরীকে বিএনপির কোনো প্রোগ্রাম দেখি নি। বরং আওয়ামী লীগের সময় বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করতে দেখেছি। বিষয়টি নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামসুল আলম বলেন- আনিস চৌধুরী আমার জানামতে কোনো দিন বিএনপি করতে দেখি নাই। সে বিগত সরকারের সময় আওয়ামী লীগ পরিবারের সদস্য পরিচয় দিয়ে চলছিল। তবে শ্রমিক দলের কোনো কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলে শুনেছি। তাই এ বিষয়ে শ্রমিক দলের বক্তব্য নেওয়া উচিত। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের দলীয় নেতাকর্মীদের উচিত নীতি-নৈতিকতার জায়গাটা ঠিক রাখা। যারা দলের কঠিন সময়ে পাশে ছিলেন, তাদের উপেক্ষা করে নতুন মুখদের নিয়ে মাতামাতি হলে, সেটা দলের জন্য ভালো নয়। এ বিষয়ে হবিগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট বজলুর রহমান বলেন-আমি ছবি দেখেছি আজমিরীগঞ্জের একজন আওয়ামী লীগের কর্মী গত শুক্রবার হবিগঞ্জ প্রেসক্লাবে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকীতে উপস্থিত হয়েছে। যা আমাদের জাতীয়তাবাদি দলের আর্দশের সাথে যায় না। আমি আশাকরি দলের ভাবমূর্তি নষ্ট হয় এধরণের কর্মকাণ্ড থেকে নেতৃবৃন্দ সর্তক থাকবেন। স্থানীয় নেতারা বলছেন- দলের মধ্যে এই অনুপ্রবেশের প্রবণতা বন্ধ না হলে, ত্যাগী কর্মীরা হতাশ হবে। তাই এমন বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়েই শুধু নয়, তাকে উৎসাহ দিচ্ছে কারা তা নিয়েও এখন প্রশ্ন উঠছে।