স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে শপিং মল ও গরু বাজার সহ পকেটমার ও ছিনতাইকারীদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা জনবহুল এলাকা টার্গেট করে টাকা পয়সা ও সোনা গহনা হাতিয়ে নিচ্ছে। তবে পুলিশ নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে রয়েছে। গতকাল বৃহস্পতিবার খবর নিয়ে জানা গেছে, গরু বাজার, চৌধুরী বাজার ও ঘাটিয়াবাজার থেকে মোবাইল ফোন ও টাকা পয়সা হাতিয়ে নিয়েছে চক্রটি। এ সব থেকে সতর্ক থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক করা হয়েছে।