শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

নবীগঞ্জে পার্টনার কংগ্রেস সভায় আকতারুজ্জামান কৃষি উদ্যোক্তা তৈরিতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

  • আপডেট টাইম সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে “পার্টনার কংগ্রেস” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১ জুন) দুপুর ১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার” প্রকল্পের আওতায় এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) শেখ ফজলুল হক মনি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আকতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকারিয়া আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ সাগর আহমেদ ও স্বপন রবি দাশ। অনুষ্ঠানে কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি। তিনি কৃষি উৎপাদন ব্যবস্থাপনার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং কৃষকদের মাঝে সমন্বিত কৃষি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আকতারুজ্জামান বলেন, “এই প্রকল্পের মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে—কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান প্রদান, পুষ্টিকর খাদ্য উৎপাদনে উৎসাহ দেওয়া এবং কৃষি উদ্যোক্তা হিসেবে তাদের সক্ষমতা বৃদ্ধি করা। কৃষকদের অংশগ্রহণমূলক এই কংগ্রেস তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।” অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে কিছু তথ্য ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com