স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিলাল হোসেন (৪৫) নামের এক সিএনজি চালক মারা গেছে। সে শায়েস্তাগঞ্জ শেরপুর গ্রামের সেলিম মিয়ার পুত্র। গতকাল শনিবার সকালে বিজয় নগর এলাকার একটি সিএনজি স্টেশনে গ্যাস নেয়ার সময় সিলেটগামী অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এক পর্যায়ে সে মারা যায়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে।