স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর আলগার বাড়ি বাসিন্দা ব্যবসায়ী শেখ কামাল মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি সোমবার সকাল ১১টায় শহরের ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ কন্যা, বাবা, মাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শেখ কামাল মিয়া হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলে। জেলা জাতীয় পার্টির বর্তমান কমিটির সদস্য, জাতীয় যুবসংহতির সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন শেখ কামাল মিয়া। গতকাল বাদ আছর উমেদনগর টাইটেল মাদ্রাসা শাহী ঈদগাঁ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। এ দিকে জাপা নেতা কামাল মিয়ার মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জেলা জাপা সভাপতি সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, জাপার কেন্দ্রীয় নেতা প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল, কেন্দ্রীয় নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাপার সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক এসএম লুৎফুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা জাপার সভাপতি কাজল আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন-মরহুম শেখ কামাল মিয়া এরশাদ মুক্তি আন্দোলনে হবিগঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সক্রিয় ভাবে জাপার রাজনীতির সাথে জড়িত ছিলেন। তারা মরহুম কামাল মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর জাপা নেতা কামাল মিয়া মৃত্যুতে গভীর শোক ও শান্তি কামনা করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল।