শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

আদালতের আদেশ মানছে না এইচএন্ডএইচ এগ্রো ॥ মাধবপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক পোল্ট্রি খামার স্থাপন

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৩২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের ঘাস চাষের কথা বলে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গড়ে তুলা হচ্ছে পোল্টি খামার। জমির মালিকের সাথে কোন প্রকার আলাপ না করে জোরপূর্বকভাবে জমিনের আকার আকৃতি পরির্বতন করে পরিবেশ বিনষ্ট পোল্ট্রি খামার স্থাপন বন্ধ করতে মাননীয় অতিরিক্ত জেলা হাকিম আদালত গত ৮ ডিসেম্বর মামলা নং ৮৭১/২০ মাধব শান্তি ও দখল রক্ষায় ১৪৪ ধারা জারি করেন। কিন্তু এইচ এন্ড এইচ এগ্রো কর্তৃক উক্ত আদালতের ১৪৪ ধারা আদেশ ভঙ্গ করে পোল্টি খামার স্থাপনের মো: ফয়েজ মিয়া ও শামিম মিয়া ৭০-৮০ জন লোক নিয়ে গতকাল শনিবার সকাল ৭:০০ ঘটিকায় নির্মাণ কাজ শুরু করে। এ বিষয়ে কমলপুর হযরত শাহজালাল (র:) আলিম মারাসার অধ্যক্ষ আনিসুর রহমান আদিল জানায় প্রতিষ্ঠানের পাশে পরিবেশ বিনষ্ট পোল্ট্রি খামার স্থাপন বন্ধ করতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষেকে অভিহিত করা হলে পুলিশ এসে ১৪৪ ধারা জারির্কত জমিতে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামিম বাহিনী পলায়ন করে। পুলিশ উক্ত কাজ বন্ধ করে দেয় কিন্ত একটু পরই মো: ফয়েজ মিয়া ও শামিম মিয়া ৭০-৮০ জন লোক নিয়ে আদালতের আদেশ অমান্য করে পুণরায় কাজ শুরু করে। জমি মালিক শরীফুর রহমান জানায় যে শামীম বাহিনীর লোকজন আমাকে প্রকাশে হত্যার হুমকী দেয় যেন উক্ত কাজের আশপাশে না আসি। এলাকাবাসীর সুত্রে জানা যায় শামিম বাহিনী এলাকায় মটর সাইকেলে বহিরাগত ভাড়া করা মান্তান নিয়ে মহরা দিচ্ছে এবং ঘোষনা করে যে আমাদের কাজে জমির মালিকসহ যারা বাধা দিবে তাকে প্রাণে মেরে ফেলব। এনিয়ে এলাকায় জনমনে আতংক বিরাজ করছে। এ বিয়য়ে মাধবপুর থানার পুলিশ ইনর্চাজ মো: ইকবাল হোসেন জানান, আমরা এবিষয়ে জানার পর ব্যবস্থা গ্রহণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com