শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

কর আদায়ের উপর নির্ভর করে পৌরসভার উন্নয়ন-মেয়র ছাবির চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা আয়োজিত প্রথমবারের মতো ৫ দিন ব্যাপী ‘পৌর কর সেবা সপ্তাহ ২০১৯’ শুভ উদ্বোধন করা হয়েছে। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী গতকাল এ কর মেলার উদ্বোধন করেন। ‘পৌরসভার উন্নয়নে, কর দেবো খুশি মনে’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভা ‘পৌরকর সেবা সপ্তাহ ২০১৯’ এর আয়োজন করে।
পৌরসভার কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, কাউন্সিলর মো. আ. ছালাম, পৌরকর আদায় ও নিরুপন কমিটির আহ্বায়ক, দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, কাউন্সিলর মোঃ কবির মিয়া, কাউন্সিলর মোঃ সুন্দর আলী, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, কাউন্সিলর মোঃ জাকির হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, সচিব আজম হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী।
উদ্বোধনী অনুষ্টানে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, পৌরকর আদায়ের উপর নির্ভর করে একটি পৌরসভার সার্বিক উন্নয়ন। পৌরকর প্রদান করা প্রত্যেক পৌর নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, পৌর নাগরিকবৃন্দ পৌরকর প্রদান করে সম্মাননা সনদ ও আকর্ষণীয় পুরস্কার গ্রহণ করে পৌরকর সেবা সপ্তাহ ২০১৯ সফল করবেন বলে আমি দৃঢ় আশাবাদী।
উল্লেখ্য, মেলায় করদাতাদের উৎসাহিত করতে করদাতা প্রত্যেকের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা সনদ।
পৌরকর সেবা সপ্তাহের প্রথম দিনে ১০১ জন স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করেছেন। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলমান থাকবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com