শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি কাজই জনকল্যাণে নিবেদিত-এমপি মজিদ খান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি অ্যাডকোটে আবদুল মজিদ খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি কাজই জনকল্যাণে নিবেদিত। বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন এবং তাদেরকে উন্নত জীবন দেওয়াই তার লক্ষ্য। এজন্য আলোকিত জনগোষ্ঠী গড়তে শিক্ষা বিস্তারে নিরলস কাজ করে যাচ্ছেন। বিগত যে কোনো সময়ের তুলনায় বর্তমান সরকারের এক দশকে শিক্ষাক্ষেত্রে অসামান্য সাফল্যে এসেছে। গতকাল সোমবার বিকালে বানিয়াচং তুষার স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন, বিদ্যালয়ের নবনির্মিত সীমানা প্রাচীরের উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্রছাত্রীদের মধ্যে মেধা পুরস্কার ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। তুষার স্মৃতি স্কুলের একাডেমিক ভবন নির্মাণে প্রায় ১ কোটি টাকা বরাদ্দ মিলেছে। ১৫ লাখ টাকা ব্যয়ে স্কুলের সীমানা প্রাচীর নিমার্ণ করা হয়েছে। এর পূর্বে তিনি দিনভর শান্তিপাড়া, বনমথুরা, প্রথমরেখ, আদর্শপাড়া, আদারবাড়ি, সুরভী ও আমবাগান স্কুলের ভিত্তিপ্রস্থর স্থাপন সহ মজলিশপুর সড়কের কাজ শুরু উদ্বোধন করেন। ৭টি স্কুলের একাডেমিক ভবনে প্রায় ৮ কোটি টাকা ও মজলিশপুর সড়কে ৭৫ লাখ টাকা বরাদ্দ এসেছে। তুষার স্মৃতি স্কুল কমিটির সভাপতি তোফায়েল রেজা সোহেলের সভাপতিত্বে ও শিক্ষক আবুল মনসুর তুহিন এবং আব্দুল কাইয়ূমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আওয়ামী লীগ সভাপতি আমির হুসেন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. জমির আলী, কবি তাহমিনা বেগম গিনি, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহান মিয়া, জনাব আলী কলেজ ছাত্র সংসদের ভিপি শাহনেওয়াজ ফুল মিয়া, সাবেক জিএস নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক সুকেশ কুমার। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, যুবলীগ সহ-সভাপতি ছায়েব আলী, ছাত্রলীগ সভাপতি এজেডএম উজ্জল, প্রাক্তণ অধ্যক্ষ বশির উদ্দিন আহমেদ, শিক্ষক আবুল কাশেম, নুপুর কুমার দেব প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com