শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

যৌতুকের দাবী পুরণ না করায় স্ত্রীকে মারধর স্বামী-ভাসুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যৌতুকের দাবী পুরণ না করায় স্বামীর মারপিটে স্ত্রী আহত হয়েছে। এ ঘটনায় নির্যাতনের শিকার জাহিদা আক্তার জেবু বাদী হয়ে স্বামী-ভাসুরসহ একই পরিবারের ৫জনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হচ্ছে-শ্রীমতপুর গ্রামের স্বামী শহীদুল ইসলাম, ভাসুর সাইফুল ইসলাম, জ্যা রুনা বেগম, বানিয়াচং উপজেলার ঘাটুয়া গ্রামের মোস্তাক আহমদ ও রাহেনা বেগম।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সনের ২৬ আগষ্ট নবীগঞ্জের বাঘাউড়া গ্রামের মোঃ নানু মিয়ার কন্যা জাহিদা আক্তার জেবু বিয়ে হয় শ্রীমতপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র শহীদুল ইসলামের সাথে। তাদের ৩টি সন্তান রয়েছে। বিয়ের কিছু দিন পর থেকেই যৌতুকের দাবীতে স্বামী মারপিট করলে জেবু তার পিত্রালয় থেকে বিভিন্ন অংকে টাকা এনে দেয়। পরে বিদেশ যাবার জন্য শহীদুল টাকা দাবী করলে জেবু পিত্রালয় থেকে ৩ লাখ টাকা এনে দেয়। পরে সে ওমান চলে যায়। সেখানে সাড়ে ৩ বছর অবস্থানের পর ফ্রান্স যাবার জন্য ১০ লাখ টাকা এনে দিতে ফোনে স্ত্রী জেবুকে চাপ প্রয়োগ করে। প্রায় ১ মাস পূর্বে শহীদুল ফোন করে স্ত্রীর নিকট টাকার ব্যবস্থা হয়েছে কি না জানতে চায়। এ সময় পিত্রালয় থেকে টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে উত্তেজিত হয়ে কিছু দিনের মধ্যে দেশে এসে ব্যবস্থা নেবে বলে জানায়। এর পর থেকে জেবুর সাথে শহীদুল কোন যোগাযোগ করেনি।
আরজিতে বলা হয়, জেবুর সাথে কোন যোগাযোগ না করেই গত ১৫ জুন শহীদুল দেশে এসে ইমামবাড়ি তার বড় ভাইয়ের বাসায় উঠে। পরদিন সকালে অন্যান্য অভিযুক্তদের নিয়ে বাড়ি আসে। এ সময় অভিযুক্তরা জেবুকে জানায়, তার স্বামী ফ্রান্স যেতে চায়। তোমার ৪ চাচা লন্ডন আছে, তাদের নিকট থেকে ১০ লাখ টাকা এনে দাও। এতে কোন সাড়া না দেয়ায় ২/৩দিন পর স্বামী শহীদুল আবারো ১০ লাখ টাকা এনে দিতে বললে জেবু অসম্মতি জানায়। এ সময় তাকে চরথাপ্পর মারে। এদিকে গত ২৪ জুন সকাল ৯ টার দিকে অন্যান্যদের প্ররোচনায় স্বামী শহীদুল পুনরায় ১০ লাখ টাকা দাবী করে স্ত্রী জেবুর নিকট। এতে অপারগতা প্রকাশ করলে জেবুকে বেধরক মারধর করে। এ সময় জেবুর শোর চিৎকারে লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে তার পিতা এসে জেবু প্রথমে চিকিৎসা করান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com