স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কবির কলেজের সামনের বাইপাস সড়কে দুর্বৃত্তরা একটি প্রাইভেট কারে হামলা চালিয়েছে। হামলায় গাড়ির লুকিং গ্লাস, সাইড গ্লাস, সামনের পিছনের হেড লাইট ভাংচুর করে। গত ৪ এপ্রিল রাতের বেলায় দুইবার দুর্বৃত্তরা প্রাইভেট কারে হামলা করে। এ সময় কারে থাকা গাড়ির মালিক ও চালক আহমেদ রবিনকে টেনে হেছড়ে বের করার চেষ্টা করে।
বিস্তারিত