স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনের গাজায় মার্কিন মদদে ইজরাইলের গণহত্যা, বোমা হামলা ও দখলের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল সোমবার বিকাল ৫ টায় আর ডি হল প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ হবিগঞ্জ জেলার সদস্য কমরেড নূরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের পরিচালনায় সভা বক্তব্য রাখেন- বাসদ হবিগঞ্জ জেলার সদস্য নুরুজ্জামান চৌধুরী, ফয়সল আহমেদ, মোশারফ হোসেন খান শান্ত, কৃষক নেতা জাফর আলী, শ্রমিক নেতা শংকর শূক্লবৈদ্য, ছাত্র নেতা অনিদ্য হাসান চৌধুরী প্রমূখ। সমাবেশে বক্তাগন বলেন- জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলের হামলায় গত ৭ অক্টোবর ২০২৩ থেকে বর্তমান পর্যন্ত ৫০ হাজারের অধিক নারী শিশুসহ বেসামরিক লোকজন হত্যার শিকার হয়েছেন। ১ লক্ষ ১৫ হাজারের অধিক গুরুতর আহত হয়েছেন। ২০ লাখের অধিক মানুষ বাস্তচূত হয়েছেন। ৩৯ হাজারের অধিক শিশু কিশোর এতিম হয়েছে। যুদ্ধ বন্ধের শর্ত ও নিয়োম লঙ্ঘন করে ইসরাইল গাজায়, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, খাদ্য গুদাম, আবাসিক ভবনসহ সমস্ত স্থাপনা বোমা দিয়ে গুড়িয়ে দিয়েছে। বক্তাগণ গাজাসহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জোরদার করার জন্য আন্তর্জাতিক উদ্যোগ গ্রহন এবং বর্বরোচিত গণহত্যা, বোমা হামলা ও দখলদারিত্বের তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রীয় বিবৃতি প্রদানের জন্য সরকারের প্রতি বিশেষ আহবান জানান।