রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

বানিয়াচং বড়বাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভূত ॥ ক্ষতি অর্ধকোটি টাকা

  • আপডেট টাইম শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ৪৬৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের বড়বাজারে অগ্নিকান্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্টান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার সকাল ৭ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড়বাজার সাবরেজিষ্টার মসজিদের ভিতর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মসজিদের পার্শবর্তী দোকান কলি পোল্ট্রি ফিড, মিলাদ ভ্যারাইটিজ স্টোর, বাননী ফ্যাশন ও ইসরাত টেলিকমে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি দোকানের প্রায় অর্ধকোটি টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আগুনের থাবায় মসজিদটির ভিতর ও বাহিরেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। কলি পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মোঃ মোর্শেদ মিয়া জানান, আগুনে তার দোকানের দামী পোল্টি মেডিসিনসহ সব মিলিয়ে প্রায় ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বানিয়াচং ফায়ার সার্ভিসের ইনচার্জ শামছুল ইসলাম জানান, প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পার্শবর্তী মসজিদের ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com