রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল বক্স বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৪৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর এলাকার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মিড ডে মিল বক্স বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে গত ৮ এপ্রিল নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর এলাকার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং গতকাল ১০ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় পৌর এলাকার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে ‘মিড ডে মিল বক্স’ বিতরণ করেন। প্রতিষ্ঠানগুলো হলো-জামেয়া ইসলামিয়া আনওয়ারুল উলুম মহিলা মাদ্রাসা, সবুজকুঁড়ি কেজি স্কুল, রাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গয়াহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জামেউল উলূম ইসলামিয়া মাদ্রাসা ও চরগাঁও আলহাজ¦ শেখ আমিনা বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মিড ডে মিল বক্স বিতরণের সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম, উপজেলা শিক্ষা অফিসার (অব.) নিত্যানন্দ দাশ, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, মো. কবির মিয়া, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, হাফিজ আহমেদ, বিধান দেব, পিযুষ কান্তি দাশ, পান্ডব দেব, লক্ষ্মী রানী দাশ, নিভা রানী শীল, গোপ্তা দাশ, পৌর সচিব মো. আজম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ‘মিড ডে মিল বক্স’ বিতরণের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘টিফিনের সময় ছাত্রছাত্রীরা যেনো নিজ নিজ বাসা থেকে খাবার নিয়ে আসতে পারে এবং বাইরের খাবার না খেতে পারে সেইজন্যই পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ তিনি শিক্ষার্থীদের লেখাপড়া করে আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যেই নবীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে ‘মিড ডে মিল বক্স’ বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com