শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ মাধবপুরের ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু ॥ সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে মহিবুর হবিগঞ্জ পৌর এলাকার ৩ ওয়ার্ডে লোডশেডিং ॥ জনদূর্ভোগ চরমে শ্মশানঘাটের পশ্চিমে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া রিমান্ডের আসামি অসুস্থ নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ যুবক আটক ॥ পুলিশে হস্তান্তর করেননি সাবেক কাউন্সিলার!

নবীগঞ্জের মেধাবী ছাত্র শাওন ১৫ দিনেও তার প্রাপ্য পুরষ্কার পায়নি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪
  • ৪৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পুরষ্কার ঘোষণার ১৫ দিন অতিবাহিত হলেও এক মেধাবী ছাত্রকে তার প্রাপ্য পুরষ্কার দেয়া দুরের কথা পুরষ্কার পাওয়ার খবর টুকুও পৌঁছানো হয়নি। ফলে প্রাথমিক মেধা তালিকায় স্থান অর্জনকারী শাওন নামের শিশুটি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মাঝে দুরত্বে সৃষ্টি হয়েছে।
জানা যায়, ২০১৩ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুলের ৪৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। নবীগঞ্জ উপজেলা প্রশাসন গত ১৭ মার্চ আনুষ্ঠানিক ভাবে ওই মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সকল মেধাবী ছাত্রকে পুরষ্কার গ্রহনের খবর দেয়া হলেও ভুর্বিবাক-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শাওন সূত্রধরকে তার বিদ্যালয় থেকে খবর দেয়া হয়নি। ফলে সে গতকাল পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত পুরষ্কার পায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, নিয়মানুযায়ী সকল মেধাবী শিক্ষার্থীকে স্ব স্ব বিদ্যালয় থেকে সংবর্ধনায় অংশ নিয়ে পুরষ্কার গ্রহনের খবর দেয়ার দায়িত্ব প্রধান শিক্ষকের। ভুর্বিবাক-২ সরকারী প্রাথীমক বিদ্যালয় থেকে গত বছর শাওন সুত্রধর ও রনি সূত্রধর নামের দুই ছাত্র মেধা তালিকায় স্থান পায়। অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধু রনি সূত্রধরকে পষ্কার গ্রহনের কবর দেন। শাওন সূত্রধরকে খবর দেয়া হয়নি। ওই বিদ্যালয়ের সভাপতি অমলেন্দু সূত্রধর গতকাল (সোমবার) সন্ধ্যায় নবগিঞ্জ প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তিনি ভেবে পাচ্ছেন না কেন তার পুত্র শাওন সূত্রধরকে খবর দেয়া হয়নি। অমলেন্দু সূত্রধর অভিযোগ করেন, ওই বিদ্যালয়ের শিক্ষকরা তার পুত্রতে ইতিপূর্বে ৩য় ও ৪র্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষায়ও নম্বর কম দিয়ে দমিয়ে রেখেছিলেন। অথচ প্রাথমিক সমাপনী পরীক্ষায় তার পুত্র একই বিদ্যালয়ের অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। প্রশ্ন হচ্ছে মেধাবী ছাত্র শাওন কি তার প্রাপ্য পুরষ্কার পাবে ?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com