শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

চুনারুঘাট থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫০৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ইসলাম ॥ চুনারুঘাট থেকে ২৮ কেজি গাঁজাসহ মোঃ সোহাগুল ইসলাম শুভ (১৫) নামের ১ তরুণকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)্ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে চুনারুঘাট থানাধীন বাল্লা রোডের চন্দনা গ্রাম থেকে তাকে আটক করে। আটক তরুণ চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।
এ ব্যপারে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, আটক তরুণ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে সে এ পেশার সাথে জড়িত। উদ্ধারকৃত গাঁজাসহ তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com