বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জ পৌরসভায় বইমেলার দ্বিতীয় দিনে ভাষা সৈনিক এডভোকেট সদাকত আলী খাঁনকে সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার বইমেলার দ্বিতীয় দিন। ভাষা সনৈকি এডভোকটে সদাকত আলী খাঁনকে ‘অমর একুশে বইমেলা ২০১৮’ উপলক্ষে সংর্বধনা প্রদান করা হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংর্বধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. সফিউল আলম। পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম ও বইমেলা উদযাপন কমিটির সদস্য পৃথ্বীশ চক্রবর্ত্তীর যৌথ সঞ্চালনায় বিশেষে অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান ও নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখনে- প্রধান শিক্ষক ও গীতিকার আলী আমজাদ মিলন, সমাজসেবক আহমদ ঠাকুর রানা, তরুণ সমাজসবেক আবুল কালাম মিঠু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখনে বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক এটিএম সালাম। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ২নং সংরক্ষতি কাউন্সলির মোছা. রোকেয়া বেগম, ৯নং ওয়ার্ড কাউন্সলির ও হবগিঞ্জ সময় সম্পাদক মো. আলাউদ্দিন, ৪ নং ওয়ার্ড কাউন্সলির প্রাণশে চন্দ্র দেব, গীতিকার ও প্রধান শিক্ষক মো. আ. সালাম, কবি প্রতিমা বণিক, কবি বাদলকৃষ্ণ বণিক, দেব, কাস্টমস র্কমর্কতা কবি মো. গোলাম কিবরিয়া, কবি এম এ ওয়ায়িদ লাভলু, কবি মাওলানা কাজী হাসান আলী, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, সচিব মো. আজম হোসনে, উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল হক, প্রশাসনিক র্কমর্কতা তপন কুমার চন্দ, প্রধান সহকারী সরাজ মিয়া, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, টিকাদানকারী বনানী দাশ, জুয়লে চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করনে পৌরসভার হিসাবরক্ষণ র্কমর্কতা শেখ মো. জালাল উদ্দিন এবং গীতাপাঠ করনে স্যানিটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো সফিউল আলম বলেন-ভাষা সৈনিক যখন বক্তব্য রাখছিলেন তখন কার্জন হলের আওয়াজ আমার কানে আসছিল। তিনি আরও বলেন ‘পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী-সহ পৌর পরিষদ ‘অমর একুশে বইমেলা ২০১৮’ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে সৃজনশীল পেশায় নিয়োজিত করেছেন।’ তিনি নবীগঞ্জ পৌর-মেয়রকে ধন্যবাদ জানিয়ে এ ধরণরে সৃষ্টিশীল উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। সংবর্ধিত অতিথি ভাষা সৈনিক এডভোকেট সদাকত আলী খাঁন তাঁর বক্তব্যে তাঁকে সম্মাননা প্রদান করায় পৌর মেয়র সহ পৌর র্কতৃপক্ষকে কৃতজ্ঞতা জানান। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলনে- সকলরে সহযোগিতা থাকলে পৌরসভার উদ্যোগে বইমেলার মতো সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবক্ষে। তিনি প্রধান অতিথি, সংর্বধিত অতিথি ও বিশেষ অতিবৃন্দকে অনুষ্ঠানে এসে সফল করায় তাঁদরেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আলোচনা পর্বের পর কবি জাহাঙ্গীর রানা, কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী ও কবি জুন্নুন’র নতুন বইয়ের মোড়ক উন্মোচন করনে সভার প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি, বিশেষে অতথিবিৃন্দ ও সভাপতিগণ। তারপর পৃথ্বীশ চক্রর্বত্তীর সঞ্চালনায় শিশু আবৃত্তি শিল্পীরা কবিতা ও ছড়া আবৃত্তি করনে। এরপর শুরু হয় নবীগঞ্জের কবিরে স্বরচিতি কবিতা পাঠের আসর। কবি ও গবষেক আফতাব আল মাহমুদের সভাপতিত্বে এবং গীতিকার ও প্রধান শিক্ষক আলী আমজাদ মিলিনের উপস্থাপনায় স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। র্সবশেষে মৌলভীবাজার থিয়েটারের উদ্যোগে নাটক মঞ্চস্থ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com