স্টাফ রিপোর্টার ॥ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হবিগঞ্জ শহরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে আইন লঙনের দায়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শায়েস্তানগরে সোহেল মিয়ার মালিকাধীন মাংসের দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রেখে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি করার দায়ে আড়াই হাজার টাকা, একই অপরাধে আলাই মিয়ার মাংসের দোকানকে আড়াই হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার উদ্দেশ্যে দোকানে রাখার অপরাধে জি এন ফার্মেসীকে ২ হাজার টাকা এবং যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, খাদ্যপণ্যে রং দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করার অপরাধে বিসমিল্লাহ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ১৫ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সহযোগিতায় ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ফোর্স।