সিরাজুল ইসলাম জীবন ॥ নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ ফজর আলীর নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। এ ট্রাস্টের নাম দেয়া হয়েছে ‘শাহ ফজর আলী ফাউন্ডেশন’। গ্রামীণ জনপদে শিক্ষার উন্নয়ন, দরিদ্র মানুষের আর্তসামাজিক উন্নয়নসহ নানা সমাজসেবামূলক কার্মকান্ড হবে এ ফাউন্ডেশনের উদ্দেশ্য।
গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কাতারী বাড়ি প্রাঙ্গনে শাহ ফজর আলী ফাউন্ডেশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ ফজর আলীর পূত্র ফাউন্ডেশনের সভাপতি শাহ শহীদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোছাঃ জেসমিন আক্তার, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান, নবীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের ও হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহাদ, মুক্তিযোদ্ধা ইউনিটের সহকারী কামান্ডার মুর্শেদ কামাল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী সলিসিটর মোঃ এম এ মতিন, কালিয়ারভাঙ্গা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক, সেক্রেটারী ফরহাদ আহমেদ, এডভোকেট লুৎফুর রহমান, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহ ফজর আলী ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, ছাত্রদল নেতা নোমান আহমেদ চৌধুরী ও কৃষকলীগের ইউনিয়ন সেক্রেটারী আব্দুল হাই। সভাটি পরিচালনা করেন ছাত্রনেতা জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মনীন্দ্র কিশোর মজুমদার বলেন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকে স্মরনীয় করে রাখতে তার প্রবাসী ছেলে এলাকার উন্নয়নে যে ভূমিকা পালন করছেন তা সত্যিই প্রশংসার দাবীদার। প্রবাসীরা দেশের সাধারন মানুষের আর্তসামজিক অবস্থার উন্নয়নে এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভার আগে শাহ ফজর আলী ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জেলা প্রশাসক।