শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

আজ অমর একুশে ফেব্র“য়ারী-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গনে মানুষের ঢল

  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৫৫ বা পড়া হয়েছে

এম কাউছার আহমেদ ॥ আজ রক্তে রাঙ্গানো একুশে ফেব্র“য়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙ্গালী জাতির ঐতিহ্য ও গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলা দাবীতে ১৪৪ রাধা ভঙ্গ করে রাজ পথে নেমে আসে বাংলার ধামাল ছেলেরা। পুলিশের বুলেটের আঘাতে প্রাণ বির্সজন দেন সালাম, জব্বার, বরকত, রফিক, সফিকসহ নাম না জানা আরো অনেক বাঙ্গালী। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবিগঞ্জের বৃন্দাবন কলেজে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঢল নামে সব শ্রেণী পেশার মানুষের। ফুলে ফুলে বরে উঠে কেন্দ্রী শহীদ মিনার।
গতকাল রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে থেকে শ্রদ্ধাঅঞ্জলী অর্পন করেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই আসনের এমপি আলহাজ্ব এড. মোঃ আবু জাহির, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি এড. আব্দুল মজিদ খান এমপি, মুক্তিযোদ্ধা সংসদ, বৃন্দাবন সরকারী কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, পুলিশ সুপার কামরুল আমিন, জেলা বিএনপির সাধারণ পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, সাংবাদিক ফোরাম, জাসদ, কমিউনিষ্ট পার্টি, বিএমএ, ব্যাংকাস এসোসিয়েশন। এছাড়া শ্রদ্ধাঅঞ্জলী অর্পন করেন জেলা জামায়াত, যুবলীগ, যুবদল, ছাত্রলীগ, ছাত্রদল, স্বেচ্ছাসেবকলীগ, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকলীগ, শ্রমিকদল, তরুনলীগ, তরুণদলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও রাজনীতিক দলের নেতৃবতৃন্দ।
এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে নিমতলা কলেক্টরেট প্রাঙ্গনে আজ থেকে ২৫ ফেব্র“য়ারী পর্যন্ত বই মেলা, আজ সন্ধ্যায় নিমতলা কলেক্টরেট প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অপর দিকে অমর একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও হারুনুর রশীদ চৌধুরী, সবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, সদস্য রাশেদ আহমদ খান, শরীফ চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com