রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ॥ ৫ দালাল আটক হবিগঞ্জ চেম্বারের বার্ষিক সাধারণ সভায় দ্রুত নির্বাচনের দাবি দেশের মা-মাটি-মানুষের সাথে বিএনপির বন্ধন-সৈয়দ ফয়সল জেলা বিএনপির মতবিনিময় সভা জি কে গউছ ॥ এমন কিছু করা যাবে না যাতে জনগণের সাথে দুরত্ব তৈরী হয় নবীগঞ্জে মাওলানা মনোহর আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের অভিষেক, ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক অনুদান প্রদান ব্যারিস্টার জাকারিয়া রকি-কে এলাকাবাসীর সংবর্ধনা প্রদান হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই

মাধবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে লড়াই হবে দ্বিমূখী

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৬৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ আজ বুধবার মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন। ভোটাররা নির্ধারণ করবেন প্রার্থীদের ভাগ্য। এ দিনটির জন্য প্রার্থীরা মাসাধিকাল ধরে আরামকে হারাম করে প্রার্থীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়িছেন। ভোটাররাও ছিলেন খোশ মেজাজে। এক ধরণের উৎসব বিরাজ করছিল এ নির্বাচনকে ঘিরে। সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয়ে গেলে আর মাত্র কয়েক ঘন্টা পরই জানা যাবে কারা সেই ভাগ্যবান ব্যক্তি। এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। এবারের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান প্রতীক আনারস, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম প্রতীক দোয়াত কলম এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শাহ হাবিবুল্লাহ সূচন ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীমের দোয়াত কলম এবং বিএনপি সমর্থিত সৈয়দ মোঃ শাহজাহান আনারস প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সাধারণ ভোটারদের ধারণা। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪ জন প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত  (তালা), আব্দুল আজিজ (চশমা), শাহ আব্দুল আউয়াল লিটন (মাইক) ও সাবেক সেনা সদস্য আর্সিব আলী (টিয়াপাখি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে শ্রীধাম দাশগুপ্ত তালা প্রতীক ও আব্দুল আজিজের চশমা প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস পাওয়া গেলেও দ্রুত এগিয়ে আসছেন শাহ আব্দুল আউয়াল লিটন মাইক প্রতীক নিয়ে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শেলী (কলম), এড. সুফিয়া আক্তার হেলেন (হাঁস), ফাতেমা তুজ জোহরা রীনা (পদ্মফুল), হোসনে আরা অলি (ফুটবল) ও তানিয়া খন্দকার (প্রজাপতি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ জনই জয়ের ব্যাপারে আশাবাদি হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী। বর্তমান ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শেলী (কলস), এড. সুফিয়া আক্তার হেলেন (হাঁস) ও ফাতেমা তুজ জোহরা রীনার (পদ্মফুল) প্রতীকের মধ্যে ইতিমধ্যেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। চেয়ারম্যান পদে ১৯ দল সমর্থিত সৈয়দ মোঃ শাহজাহানকে জাতীয় পার্টির একাংশ ইতিমধ্যেই সমর্থন দিয়েছে। অপর দিকে মহাজোট সমর্থিত প্রার্থী জাকির হোসেন চৌধুরী অসীমকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টির একাংশ সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। এতে করে এ দুজনের মধ্যেই চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শাহ হাবিবুল্লাহ সূচন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি হলেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বলে জানান এলাকার সাধারণ ভোটাররা। উপজেলার মোট ভোটার সংখ্যা ১লাখ ৮৭ হাজার। ভোট কেন্দ্রের সংখ্যা ৯৩টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com