বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নিরাপত্তা চাদরে ঢাকা উপজেলা ॥ সেনাবাহিনী বিজিবি র‌্যাব পুলিশের টহল বাহুবলে উপজেলা চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪০৩ বা পড়া হয়েছে

সোহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার। প্রস্তুত ভোট কেন্দ্র, প্রস্তুত ভোটাররাও। সকাল ৮টায় একযোগে সবকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সবকটি কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জাম পৌঁছে গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে। আইন-শৃংখলা বাহিনী টহল শুরু করেছে। সেনাবাহিনী ও বিজিবিসহ র‌্যাব-পুলিশের নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো উপজেলা। এদিকে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
৭ ইউনিয়ন নিয়ে গঠিত বাহুবল উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ৭৩০ জন। ৬১টি কেন্দ্র ভোট গ্রহণ কাজে নিয়োজিত থাকবেন ৬১ প্রিজাইডিং অফিসার, ২৮৮ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫৭৬ জন পুলিং অফিসার। এ ছাড়াও কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পর্যাপ্ত পুলিশ ও আনসার বাহিনীর সদস্য। সহকারী রিটার্ণিং অফিসার ও বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হক জানান, ভোট গ্রহণ থেকে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব-এর সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স-এর ৯টি টিম এবং পুলিশের ১২টি মোবাইল টিম মাঠে থাকবে। এছাড়াও ৯ জন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রিটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় থাকবে।
এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন-চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আব্দুল কাদির চৌধুরী (মোটর সাইকেল), ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল (কাপ-পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ আব্দুল হাই (আনারস), এলডিপি জেলা সভাপতি সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ তাজুল ইসলাম চৌধুরী (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ মোঃ ফিরোজ আলী মিয়া (বই), আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল আহমদ কুটি (বৈদ্যুতিক বাল্ব), বিএনপি নেতা মোঃ আইয়ূব খান (চশমা),  আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী মোঃ তারা মিয়া (টিয়া পাখি), বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মাওঃ শিহাব উদ্দিন সাকিব (উড়োজাহাজ), জামায়াত নেতা এটিএম তামীম (টিউবওয়েল), স্বতন্ত্র প্রার্থী শশাঙ্ক রঞ্জন দাশ (তালা) ও আওয়ামীলীগের আরেক বিদ্রোহী প্রার্থী মোঃ ইয়াকুত মিয়া (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন (হাঁস) এবং প্রয়াত বিএনপি নেতা প্রভাষক ফজলুল হক বাদলের স্ত্রী নাদিরা খানম (কলস)। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদে ত্রিমুখী ও ভাইস চেয়ারম্যান পদে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এ ক্ষেত্রে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুল হাই, বিএনপি সমর্থিত প্রার্থী আকাদ্দছ মিয়া বাবুল ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদির চৌধুরীর মাঝে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। অপর দিকে, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়ার (আওয়ামীলীগ বিদ্রোহী) সাথে শশাংক রঞ্জন দাশ (স্বতন্ত্র), ইয়াকুত মিয়া (আওয়ামীলীগ বিদ্রোহী) ও সোহেল আহম্মদ কুটি (আওয়ামীলীগ সমর্থিত) প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দু’জন থাকায় তারাই একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com