শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

আচরণবিধি লঙ্ঘন ও পুলিশ এ্যাসল্টের অভিযোগে মামলা ॥ বাহুবল উপজেলা চেয়ারম্যান প্রার্র্থী সৈয়দ খলিলসহ ২’শ জন আসামী

  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৮৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ঘোড়া মার্কার সমর্থনে বাহুবল উপজেলা সদরে জনতা মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ খলিলুর রহমানসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২’শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। এদিকে বৃহস্পতিবার রাতে আটক ৬জনের মধ্যে ৩ জনকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত অপর ৩ জনকে ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় সাপেক্ষে মুক্তি দেয়া হয়।
বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সৈয়দ খলিলুর রহমানের সমর্থনে গোসাই বাজারে নির্বাচনী প্রচার মিছিল বের করে। এ সময় বৃহস্পতিবার পুলিশ অলুয়া গ্রামের নিয়াজ উল্লার পুত্র বেনু মিয়া (১৯), একই গ্রামের আব্দুল হকের পুত্র সাইফুল ইসলাম (১৬) ও শংকরপুর গ্রামের ছিদ্দেক আলীর পুত্র আবিদ আলী (৩৫)কে আটক করে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মিছিলসহকারে থানা ঘেরাও এর চেষ্টা করলে পুলিশ বাধ্য হয়ে ২৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় গোহারুয়া গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া (১৮), সুতিন লালটিলার আলাউদ্দিনের পুত্র নাছির উদ্দিন (২১) ও সাতপাড়িয়া গ্রামের এখলাছ মিয়ার পুত্র ফয়সল (২০) নামে আরো ৩জনকে আটক করা হয়। এ সময় ইট-পাটকেলের আঘাতে পুলিশ কনস্টেবল মঈন উদ্দিন, কনস্টেবল শওকত, কনস্টেবল সুরঞ্জিত ও কনস্টেবল রিন্টু আহত হন। এ ঘটনায় বাহুবল মডেল থানার এসআই সোহেল মাহমুদ বাদী হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে চেয়ারম্যান প্রার্থী এলডিপি নেতা সৈয়দ খলিলুর রহমান, আটককৃত জাকারিয়া, নাছির উদ্দিন ও ফয়সল সহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
এদিকে ভ্রাম্যমান আদালত গোসাই বাজারের মিছিল থেকে আটককৃত বেনু মিয়া, সাইফুল ইসলাম ও আবিদ আলীকে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয় এবং মুচলেকার মাধ্যমে সৈয়দ খলিলকে রেহাই দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com