স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪টি পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, মদ, শাড়ি এবং বাংলাদেশী রাবার জব্ধ করা হয়েছে। যরি আনুমানিক মুল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা।
বিজিবির সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার সাতছড়ি এবং দুধপাতিল বিওপির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৫০ কেজি ভারতীয় গাঁজা এবং ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা। এছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারা ছড়া বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে ৭৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় দামি শাড়ি এবং ৩৫ কেজি বাংলাদেশী রাবার ও ১টি বাই-সাইকেল আটক করেছে। যার সিজার মূল্য ৫ লাখ ৫০ হাজার ৫০০ টাকা।
আটককৃত মালামাল এবং মাদকদ্রব্য হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ৪ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন আটক করেছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি অঙ্গীকারবদ্ধ। আমাদের জওয়ানরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে এই অবৈধ কার্যক্রমগুলো বন্ধ করা যায়।