বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে জনবসতি ও কৃষি জমিতে ইট ভাটা ॥ পুড়ানো হচ্ছে কাঠ

  • আপডেট টাইম রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪২২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে নিয়মনীতির তোয়াক্কা না করেই জনবসতি এলাকা ও কৃষি জমিতে একের পর এক গড়ে উঠছে ইটভাটা। আর এসব ভাটায় পুড়ানো হচ্ছে কাঠ। এতে করে জনস্বাস্থ্যসহ পরিবেশ হুমকির মুখে পড়েছে। এসব দেখাশুনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট প্রশাসন রহস্যজনক নিরবতা পালন করছে। কিভাবে এসব ইটভাটা ছাড়পত্র পেল? এনিয়ে সচেতন মহলে নানা প্রশ্না দেখা দিয়েছে।
জানা গেছে, নবীগঞ্জ উপজেলা ইটভাটার সংখ্যা প্রায় ৩০টি। এর মধ্যে অনেকগুলোরই বৈধ কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের কোন অনুমোদন নেই বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এসব পুরনো চিমনি পদ্ধতিতে ইট পোড়ানোর কাজ চলে। অধিকাংশ ভাটার মালিক স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তি হওয়ার কারণে গ্রামের বসত-বাড়ীর আশেপাশে ও কৃষি জমিতে অপরিকল্পিতভাবে ভাটা গড়ে উঠলেও সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পায় না। ইটভাটায় কয়লা পোড়ানোর আইনগত নির্দেশ থাকলেও সুযোগ পেলেই ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরী করা হচ্ছে। এতে ফলবান বৃক্ষ উজাড় হচ্ছে। দ্রুত হ্রাস পাচ্ছে মাটির উর্বরতা ও আবাদি জমির পরিমাণ। ভাটার চুল্লির চিমনি নির্ধারিত মাপের চেয়ে নিচু হওয়ায় ভাটার নির্গত বিষাক্ত ধোয়ার কারনে পার্শ্ববতী ফসলের ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাটার কর্মরত শ্রমিকরাও ধুলো ধোঁয়ার কারনে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আবাদী জমি ইট পোড়ানোর কাজে ব্যবহার হওয়ায় জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। যা পুনরায় স্বাভাবিক চাষবাদের উপযোগি করতে প্রায় ১০/১২ বছর সময় লেগে যায়। ভাটার কালো ধোঁয়া নিকটবর্তী জমির ফসল ও ধানের অপুষ্ট শীষ নষ্ট করে দেয়। ভূমি উপরিভাগের জীব বৈচিত্র বিনষ্ট হয়। ইট ভাটার জন্য দেশে প্রচলিত আইন থাকলেও নবীগঞ্জে তার কোন প্রয়োগ নেই বললেই চলে।
গতকাল ঢাকা-সিলেট মহাসড়ক ঘেষা সৈয়দপুর বাজারের নিকটস্থ একটি ইট ভাটায় গিয়ে দেখা যায় সেখানে প্রকাশ্যে কাঁঠ পোড়ানো হচ্ছে। এমনিভাবে প্রায় ভাটাতেই কয়লার বদলে কাঠ পোড়ানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com